৩ বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

লাইভ রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ণ
৩ বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর ভারত থেকে টমেটো আমদানি করা হয়েছে। রোববার দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন টমেটো আসে এ বন্দরে। 

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আসলেও প্রায় তিন বছর ধরে তা বন্ধ ছিল। রোববার হঠাৎ করেই দুটি ট্রাকে টমেটো আমদানি করা হয়। 

টিপু সুলতান আরও বলেন, সন্ধ্যার মধ্যেই দেশীয় ট্রাকে করে টমেটোগুলো দেশের বাজারে চলে যাবে। জয়নাল আবেদিন নামে একটি আমদানিকারক এ টমেটোগুলো আমদানি করেন। 

বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- দেশের গ্রীষ্ণকালীন টমেটো চাষ বাড়লেও দাম থাকে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র তথ্য অনুযায়ী- বর্তমানে দেশের বাজারে টমেটোর কেজি ১২০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। টমেটো আমদানি বাড়লে দাম কিছুটা কমতে পারে। 

 

Read more — বাণিজ্য
← Home