স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে চোরাচালান বন্ধ চায় ৩ সংগঠন

লাইভ রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
স্থলবন্দরে পণ্য আমদানির  আড়ালে চোরাচালান বন্ধ চায় ৩ সংগঠন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি পণ্যের আড়ালে চোরাচালান বন্ধের দাবি জানিয়েছে ব্যবসাসংক্রান্ত তিনটি সংগঠন। সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর রয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি  মো. খাইরুল ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের। 

বিবৃতিতে বলা হয়েছে- দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে । আমদানি পণ্যের বিপরীতে সরকার প্রতিবছর প্রায় এক হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সীমান্তের দুই পাশে সোনামসজিদ ও ভারতের মহদীপুর স্থলবন্দরে একটি সিন্ডিকেটের মাধ্যমে চোরাকারবারী চক্র গড়ে উঠেছে। তারা ভারত বৈধভাবে আসা ট্রাক চালকদের সঙ্গে যোগসাজস করে আমদানি পণ্যের আড়ালে মোবাইল ফোন, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের চেষ্টা কর। এ জন্য স্থলবন্দরের সুনাম নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। 

আমদানি পণ্যের আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো জানানো হয় বিবৃতিতে। 

Read more — বাণিজ্য
← Home