চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিক আলী নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত বাইসাইকেল আরোহী সদর উপজেলার বেহুলা-ডিহিপাড়ার হযরত আলীর ছেলে। 

ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে বাই-সাইকেলে যাচ্ছিলেন রফিক আলী। এ সময় গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 

Read more — স্থানীয়
← Home