অবশেষে নাচোল থানা থেকে সরানো হল ‘বিতর্কিত’ এসআই আতাউরকে

লাইভ রিপোর্ট, নাচোল
২৩ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ণ
অবশেষে নাচোল থানা থেকে সরানো হল ‘বিতর্কিত’ এসআই আতাউরকে

অবশেষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা থেকে সরিয়ে নেয়া হয়েছে নানান ঘটনায় ‘বিতর্কিত’ এসআই আতাউর রহমানকে। শনিবার তাঁকে নাচোল থেকে ভোলাহাট থানায় বদলি করা হয়েছে।

নাচোল থানার ওসি শহিদুল ইসলাম আতাউর রহমানের বদলির তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, পুলিশ সুপার আতাউর রহমানকে বদলির আদেশ দিয়েছেন। এটি একটি স্বাভাবিক বদলির আদেশ।  

সংশ্লিষ্টরা জানান, নানার ঘটনার কারণে নাচোলে বিতর্কিত হন এসআই আতাউর রহমান।  সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় নাচোল ইউনিয়ন পরিষদের হাঁকরইল গ্রামে অভিযানে গিয়ে নিরাপদ এক কৃষককে থাপ্পড় মারেন। এক পর্যায়ে হ্যান্ডকাপ পরিয়ে আটকের চেষ্টা করলে গ্রামবাসীকে পুলিশকে এক ঘণ্টার বেশ সময় অবরুদ্ধ করে রাখে।  পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই আতাউরসহ অন্য পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। 

Read more — স্থানীয়
← Home