চাঁপাইনবাবগঞ্জের ৬ কলেজ কেন জায়গা পেল না ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের ৬ কলেজ কেন জায়গা পেল না ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে

দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এতে চাঁপাইনবাবগঞ্জের একটিমাত্র কলেজ 'এ' ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। বাকী পাঁচটি কলেজ রয়েছে 'সি' ও একটি কলেজ রয়েছে 'ডি' ক্যাটাগরিতে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজসমূহকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে যে সব সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে সংখ্যা ১০টির বেশি। শর্ত অনুযায়ী জেলার সরকারি কলেজগুলোর মধ্যে কেবলমাত্র নবাবগঞ্জ সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। সারা দেশের ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে জায়াগা পেয়েছে। 

সাড়ে চার হাজারের বেশি তবে ৮ হাজারের কম শিক্ষার্থী ও ৫-টির বেশি বিষয়ে অনার্স থাকলে রাখা হয়েছে ‘বি’ক্যাটাগরিতে। তবে চাঁপাইনবাবগঞ্জের কোন কলেজ ‘বি’ ক্যাটাগরিতে নেই। যদিও এই ক্যাটাগরিতে সারা দেশের ৭৪টি কলেজ রয়েছে। সাড়ে ৪ হাজারের কম শিক্ষার্থী আছে এবং এক থেকে চারটি বিষয়ে অনার্স রয়েছে এমন সরকারি কলেজে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। ‘সি’ ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জে ছয়টি কলেজ রয়েছে। এগুলো হলো- শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নাচোল সরকারি কলেজ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, ভোলাহাট সরকারি মহিলা কলেজ। 'ডি' ক্যাটাগরিতে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ। 

Read more — স্থানীয়
← Home