সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ক্রিকেটার জাহানারার

লাইভ ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ণ
সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ক্রিকেটার জাহানারার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম গুরুতর এক অভিযোগ তুলেছেন। বাংলাদেশ জাতীয় দলে খেলাকালীন এই ক্রিকেটার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। অভিযোগের তির বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।

আজ ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক এই অভিযোগ করেছেন জাহানারা আলম। ডানহাতি এই পেসার কাঁদতে কাঁদতে তাঁর সঙ্গে হয়ে যাওয়া ভয়াবহ সব ঘটনার উল্লেখ করেছেন। 

জাহানারার দাবি, সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রায়ই কৌশলে মেয়েদের জড়িয়ে ধরতেন। এমনকি ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়েও অশালীন প্রস্তাব দিতেন মঞ্জুরুল ইসলাম। 

নিজের সঙ্গে হয়ে যাওয়া অস্বস্তিকর ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাহানারা আলম বলেন, “মঞ্জু ভাই কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ‘তোর পিরিয়ডের আজকে কয়দিন চলছে?’ আমি বললাম, ‘পাঁচ দিন।’ এরপর তিনি বললেন, ‘এতদিন পিরিয়ড থাকে নাকি? আমার দিকটাও তো তোর দেখতে হবে। পিরিয়ড শেষ হলে আমার কাছে চলে আসবি।’

জাহানারা আরও দাবি করেন, মঞ্জুরুল ইসলাম হ্যান্ডশেক না করে নারী ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিতেন। বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই ক্রিকেটার। 

জাতীয় দলের এই পেসার এর আগে দৈনিক কালের কণ্ঠে এক সাক্ষাৎকারে দলের ভেতরের বিভিন্ন অসঙ্গতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগও তুলেছেন জাহানারা। 

এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক পেসার জাহানারার সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও মিথ্যা।

তবে এবার জাহানারার যৌন হেনস্তার যে অভিযোগ এই ব্যাপারে এখন পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। 

বাংলাদেশের হয়ে জাহানারা ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। এরপর থেকে ৩২ বছর বয়সী এই পেসার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

Read more — খেলাধুলা
← Home