আজ চাঁপাইনবাবগঞ্জ আসছেন ৩ বিশ্ববিদ্যালয়ের ভিপি, যোগ দেবেন ছাত্র-যুব সমাবেশে

লাইভ রিপোর্ট
২২ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
আজ চাঁপাইনবাবগঞ্জ আসছেন ৩ বিশ্ববিদ্যালয়ের ভিপি, যোগ দেবেন ছাত্র-যুব সমাবেশে

দেশের অন্যতম তিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিরা চাঁপাইনবাবগঞ্জ আসছেন আজ শনিবার। বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে যোগ দেবেন তাঁরা। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম এই ছাত্র-যুব সমাবেশের আয়োজন করেছে। 

ফোরামের ভাইস চেয়ারম্যান ও ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আবু বকর জানান, বেলা ১১ টা থেকে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তবে মূল অনুষ্ঠান অর্থাৎ সমাবেশ শুরু হবে বেলা আড়াইটায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদেক কায়েম, রাজশাহী  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

Read more — শিক্ষা
← Home