যা থাকছে এবারের ইত্যাদিতে

শুটিং হয়েছে কুড়িগ্রামে

লাইভ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
 যা থাকছে এবারের ইত্যাদিতে

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও ফিরছে শিকড়ের সন্ধানে। স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে—যে জেলা নদীবেষ্টিত, পলি গঠিত, আর ভাওয়াইয়া গানের ঐতিহ্যে সমৃদ্ধ।

বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। এবারের মঞ্চ তৈরি হয়েছে দেড় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠান উপলক্ষে পুরো কুড়িগ্রাম শহরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দুপুর থেকেই দর্শকরা ভিড় জমান অনুষ্ঠানস্থলে। জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়, আর নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

ভাওয়াইয়া কুড়িগ্রামের মানুষের প্রাণের গান। তাই এবারের পর্বজুড়ে থাকছে ভাওয়াইয়ার সুর ও ঐতিহ্যের ছোঁয়া—কখনও নাটিকায়, কখনও প্রতিবেদনে, কখনও বা গানে। পর্বের শুরুতেই মনিরুজ্জামান পলাশের কথায় কুড়িগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে একটি গানের মাধ্যমে। নৃত্যনাট্যটির কোরিওগ্রাফি করেছেন এস. কে. জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। অংশ নিয়েছেন স্থানীয় ৫০ জনেরও বেশি নৃত্যশিল্পী।

এ ছাড়া চিলমারী বন্দরকে কেন্দ্র করে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুনভাবে গেয়েছেন জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও ভাওয়াইয়া গানের শিল্পী পূর্ণচন্দ্র রায়। সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শকপর্বে কুড়িগ্রামকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয় চারজন দর্শককে। তাদের অংশগ্রহণে তৈরি হয়েছে ভাওয়াইয়া সংগীতনির্ভর এক বিশেষ সেগমেন্ট, যেখানে সহযোগিতা করেছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি।

প্রচলিত নিয়মে ‘ইত্যাদি’-তে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়নির্ভর ব্যঙ্গাত্মক নাট্যাংশও। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

তথ্যনির্ভর প্রতিবেদন অংশে থাকছে কুড়িগ্রামের ইতিহাস-ঐতিহ্য, মহারাণী স্বর্ণময়ী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধকালীন কুড়িগ্রাম ও চিলমারী নদী বন্দরসহ নানা বিষয়।

নিয়মিত চিঠিপত্র পর্বও থাকছে যথারীতি। ‘ইত্যাদি’-র এই বিশেষ পর্ব প্রচারিত হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

Read more — বিনোদন
← Home