চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী আকরামুল হকের বহিস্কার আদেশ প্রত্যাহার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

লাইভ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী আকরামুল হকের বহিস্কার আদেশ প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী মো. আকরামুল ইসলামের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে। 

প্রকাশিত খবরে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের আকরামুল হকসহ দেশের বিভিন্ন জেলার ১০ আইনজীবীর অব্যহতি ও বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিটি পাঠানো হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। 

এতে আরও বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) আইনজীবীদের বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটি (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) এখন ওই আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার কায়সার কামাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানানো হয়।

Read more — স্থানীয়
← Home